যশোরে পুকুর থেকে ৩০ ককটেল ও দেড় কেজি বিস্ফোরক উদ্ধার

যশোরের অভয়নগর উপজেলায় একটি পুকুর থেকে ৩০টি ককটেল ও দেড় কেজি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র‌্যাব। আজ শুক্রবার বিকেলে উপজেলার রাজঘাট এলাকা থেকে ককটেল ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
benapole_bomb_17sep21.jpg
ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলায় একটি পুকুর থেকে ৩০টি ককটেল ও দেড় কেজি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র‌্যাব। আজ শুক্রবার বিকেলে উপজেলার রাজঘাট এলাকা থেকে ককটেল ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

এরপর র‌্যাবের বোম্ব ডিসপোজাল টিম ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহম্মেদ জানিয়েছেন, গত ১৪ সেপ্টেম্বর বোমা তৈরির সময় বিস্ফোরণে শহীদুল ইসলাম নামে একজন নিহত হন। ওই ঘটনার পরে র‌্যাব ও পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে।

তিনি আরও বলেন, র‌্যাবের গোয়েন্দা অনুসন্ধানে উঠে আসে— শহীদুল ইসলামের বাড়ির পাশের পুকুরে বোমা রয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় সেখান থেকে ৩০টি ককটেল ও দেড় কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। কারা কী উদ্দেশ্যে এই ককটেল ও বিস্ফোরক দ্রব্য মজুদ করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে র‌্যাব ও পুলিশ তদন্ত শুরু করেছে।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

5h ago