অপরাধ ও বিচার

মেজর সিনহা হত্যা মামলার তৃতীয় দফায় সাক্ষ্যগ্রহণ শুরু

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার তৃতীয় দফায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
Major Sinha
সিনহা মো. রাশেদ খান। ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার তৃতীয় দফায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় শুরু হওয়া সাক্ষ্য গ্রহণ চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী, কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেন।

কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ঈসমাইলের আদালতে এই সাক্ষ্যগ্রহণ করা হচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী টেকনাফ উপজেলার শামলাপুরের বাসিন্দা আবদুল হামিদসহ ৪ জন আজ আদালতে উপস্থিত আছেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় কড়া নিরাপত্তায় আসামীদের কক্সবাজার জেলা কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়।

মামলার দ্বিতীয় দফায় তিনদিনব্যাপী সাক্ষ্যগ্রহণ গত ৮ সেপ্টেম্বর  শেষ হয়। সেদিন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ঈসমাইল মামলার মোট ১৫ জন আসামীর উপস্থিতিতে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তৃতীয় দফা সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

2h ago