মিরপুর শপিং সেন্টারে ৭ দোকান থেকে অনুমোদনহীন ২১৩টি মোবাইল সেট জব্দ

ঢাকার মিরপুর শপিং কমপ্লেক্সের সাতটি দোকানে অভিযান চালিয়ে অনুমোদনহীন ২১৩টি মোবাইল হ্যান্ডসেট জব্দ করা হয়েছে। এসময় আটক করা হয়েছে ছয় জনকে।

ঢাকার মিরপুর শপিং কমপ্লেক্সের সাতটি দোকানে অভিযান চালিয়ে অনুমোদনহীন ২১৩টি মোবাইল হ্যান্ডসেট জব্দ করা হয়েছে। এসময় আটক করা হয়েছে ছয় জনকে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন টিম এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) যৌথভাবে আজ এই অভিযান পরিচালনা করে।

যে দোকানগুলোতে অভিযান চালানো হয় তার মধ্যে মোবাইল ল্যাব থেকে ৩৪টি, মোবাইল অ্যান্ড গেজেট থেকে ৩১টি, টেক ফ্যাক্টরি থেকে ৯টি, গ্যাজেট ভিলা-৬৩৯ থেকে ৩৩টি, গ্যাজেট ভিলা-৬৬২ থেকে ৩১টি, গ্যাজেট ভিলা-৬৭১ থেকে ৩৩টি এবং কোরাস থেকে ৪২টি বিভিন্ন মডেলের হ্যান্ডসেট জব্দ করা হয়।

এই দোকানগুলোতে দীর্ঘদিন ধরে অনুমোদনহীন মোবাইল হ্যান্ডসেটের ব্যবসা চলছিল বলে অভিযোগ আছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

3h ago