মানিকগঞ্জে ১১৫ লিটার সয়াবিন তেল উদ্ধার, ৫০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জে সয়াবিন তেলের অবৈধ মজুদ ও বেশি মূল্যে বিক্রয়ের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার দোকান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া করা হয়েছে।
মানিকগঞ্জে ১১৫ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে সয়াবিন তেলের অবৈধ মজুদ ও বেশি মূল্যে বিক্রয়ের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার দোকান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল আজ সোমবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার সরুপাই এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন। 

তিনি বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে সরুপাই বাজারে কনা স্টোরে অভিযান পরিচালনা করি। দোকানে তেল পাওয়া না গেলেও মালিকের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ১১৫ লিটার তেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতি ৫ লিটার বোতলের গায়ের মূল্যে ছিল ৮০০ টাকা।'

'ক্রেতাদের কাছে ২০০ টাকা করে বেশি নিয়ে এক হাজার টাকা দামে বিক্রয়ের দায়ে কনা স্টোরের মালিক প্রশান্ত কুমার সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উদ্ধারকৃত সয়াবিন তেল উপস্থিত ব্যক্তিদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রয় করা হয়। প্রশান্ত কুমারের দোকান বন্ধ রাখা হয়েছে।'

Comments