মাগুরায় ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

মাগুরার পৌর এলাকায় ছুরিকাঘাতে গোলাম রসুল নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে মাগুরার সহকারী পুলিশ সুপার (এএসপি) তারেক-আল-মেহেদী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাগুরার পৌর এলাকায় ছুরিকাঘাতে গোলাম রসুল নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে মাগুরার সহকারী পুলিশ সুপার (এএসপি) তারেক-আল-মেহেদী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গতকাল রাতে বিরুইল ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গোলাম রসুল বিরুলিয়া-পালিতা গ্রামের কাজী রওনকের ছেলে। বিরুইল-পালিতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।'

তারেক-আল-মেহেদী আরও বলেন, 'ইন্টারনেটে ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে গোলাম রসুলের সঙ্গে তার বন্ধুর দ্বন্দ্ব ছিল। গত রাতে বিরুইল ব্রিজের কাছে তাদের হাতাহাতি হয়। এক পর্যায়ে রসুলের বন্ধু তার পেটে ছুরিকাঘাত করে। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এসে রসুলকে আহত অবস্থায় পায়। তারপর তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রসুলকে মৃত ঘোষণা করেন।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

4h ago