ভাসানচর থেকে পালানোর সময় দালালসহ ৪৭ রোহিঙ্গা আটক

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় ৩ দালালসহ  ৪৭ জন রোহিঙ্গা আটক হয়েছেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় ৩ দালালসহ  ৪৭ জন রোহিঙ্গা আটক হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার জাহাইজ্জারচর প্রকাশ স্বর্ণ দ্বীপের পাশের চর থেকে এবং হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে কোস্টগার্ড ও স্থানীয়রা তাদের ভাসানচর থানায় সোপর্দ করেন।

ভাসানচর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রফিকুল ইসলাম জানান, আটক রোহিঙ্গাদের ভাসানচরে ক্যাম্পে নিজ নিজ ক্লাস্টারে ফেরত পাঠানো হবে। দালালদের বিরুদ্ধে বৈদেশিক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটক তিন দালাল হলেন- মোহাম্মদ হানিফ মাঝি (৩০), মোহাম্মদ শামীম (২৭) ও শামীম (১৫)।

নোয়াখালী পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৮ টার দিকে ২৬ জন রোহিঙ্গা তিন রোহিঙ্গা দালালের সহযোগিতায় নৌকা দিয়ে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর চেষ্টা করেন। রাত ১০টার দিকে নৌকাটি স্বর্ণ দ্বীপের দক্ষিণ পাশের চরে আটকে যায়। এ সময় স্থানীয় জেলেদের সন্দেহ হলে তারা কোস্টগার্ডকে খবর দেন। কোস্টগার্ড ঘটনাস্থল থেকে ২৬ রোহিঙ্গা ও ৩ রোহিঙ্গা দালালকে আটক করে ভাসানচর ক্যাম্পে নিয়ে যায়।  

এরপর, গতকাল রাত আড়াইটার দিকে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানো আরও ১৮ রোহিঙ্গাকে হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

Comments

The Daily Star  | English
NBR suspends Abdul Monem Group's import and export

NBR suspends Abdul Monem Group's import, export

It also instructs banks to freeze the Group's bank accounts

3h ago