বেনাপোল স্থলবন্দর থেকে ৪টি বোমা উদ্ধার

বেনাপোল স্থলবন্দরের ২৪নং শেড থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গোটা বন্দর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
benapole landport
ফাইল ফটো

বেনাপোল স্থলবন্দরের ২৪নং শেড থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গোটা বন্দর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আজ শনিবার সকালে বোমাগুলো উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল বন্দরের অভ্যন্তরে বোমা রয়েছে এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ বন্দরের ২৪ নম্বর শেডে অভিযান চালিয়ে ৪টি বোমা উদ্ধার করেছে। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে বোমাগুলো বন্দরের অভ্যন্তরে রেখেছে তা তদন্ত করছে পুলিশ। 

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, বন্দরের শ্রমিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাল কসটেপ দিয়ে জড়ানো অবস্থায় ৪টি বোমা উদ্ধার করা হয়েছে। বন্দরের অভ্যন্তরে নাশকতা সৃষ্টির জন্য বোমাগুলো রাখা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বোমাগুলো নিস্ক্রিয় করতে সংশ্লিষ্টদের খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

A feminist approach to climate solutions

Feminist approaches offer significant opportunities for driving positive change.

3h ago