অপরাধ ও বিচার

বরিশালে র‌্যাবের হাতে আটক ‘বোমা কারিগর’

বরিশালে অস্ত্র, বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
স্টার অনলাইন গ্রাফিক্স

বরিশালে অস্ত্র, বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ শুক্রবার সকালে নগরীর লঞ্চঘাট এলাকা থেকে বাবুল হাওলাদার নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তার বাড়ি ভোলা সদর থানার দক্ষিণ দিঘলদী এলাকায়।

র‌্যাব-৮ এর উপ-পরিচালক জাহাঙ্গীর আলম এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

জাহাঙ্গীর আলমের ভাষ্য, আটক বাবুল একজন পেশাদার অস্ত্র বিক্রেতা ও বোমা তৈরি করার কারিগর। তার নামে ভোলা সদর ও দৌলতখান থানায় হত্যা, ডাকাতি ও নারী নির্যাতনসহ একাধিক মামলা আছে।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, আটকের সময় বাবুলের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ৩টি তাজা বোমা ও ৮০০ গ্রাম গান পাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটকের পর বরিশাল কোতোয়ালি থানায় বাবুলের নামে একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল করিম জানান, এই মামলায় বাবুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Pak PM lauds Bangladesh’s economic progress

Says ‘we feel ashamed when we look towards them’

30m ago