ফেসবুকে ‘উস্কানিমূলক’ পোস্ট দেওয়ার অভিযোগে যশোরে গ্রেপ্তার ১

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে যশোরে ১ যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার বিকেলে যশোর শহরের বকচর হুঁশতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্টার অনলাইন গ্রাফিক্স

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে 'ধর্মীয় উস্কানিমূলক' পোস্ট দেওয়ার অভিযোগে যশোরে ১ যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার বিকেলে যশোর শহরের বকচর হুঁশতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. নাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃত শোভন কুমার দাস (২৬) নড়াইল জেলার কালিয়া উপজেলার বাসিন্দা।

'শোভন তার ফেসবুক আইডিতে ১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত বেশ কিছু ধর্মীয় উস্কানিমূলক পোস্ট ও লিঙ্ক শেয়ার করেন,' বলেন এই র‍্যাব কর্মকর্তা।

পোস্টগুলোর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছ বলে জানান তিনি।

লে. কমান্ডার মো. নাজিউর রহমান আরও জানান, শোভনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে, তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

2h ago