ফেনীতে ৮ হাজার ৫৬৮ লিটার অনুমোদনহীন সয়াবিন তেল জব্দ

ফেনীতে সরকারি অনুমোদনবিহীন ৮ হাজার ৫৬৮ লিটার অবৈধ সয়াবিন তেলসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় কাভার্ডভ্যানের চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়।
এসব সয়াবিনের বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছিল না। ছবি: সংগৃহীত

ফেনীতে সরকারি অনুমোদনবিহীন ৮ হাজার ৫৬৮ লিটার অবৈধ সয়াবিন তেলসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় কাভার্ডভ্যানের চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদর উপজেলার চাড়িপুর বিসিক সড়কের মাথায় কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হয়।

ফেনী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ্ উদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ডিবি পুলিশ মহাসড়কে গিয়ে কাভার্ড ভ্যানটিকে থামায়। কাভার্ডভ্যান তল্লাশি করে ৬০৪টি কার্টনে ৮ হাজার ৫৬৮ লিটার সয়াবিন তেল পাওয়া যায়।

সয়াবিন তেল পরিবহনের কোনো বৈধ কোন কাগজপত্র চালক দেখাতে পারেননি। এসব সয়াবিনের বিএসটিআইয়ের কোনো অনুমোদনও ছিল না বলে জানান ডিবি কর্মকর্তা।

তিনি বলেন, 'কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে ফেনীর বিসিক শিল্পনগরীর পাশ দিয়ে ভারত সীমান্তের দিকে যাচ্ছিল। এর চালক মো. সাহজাহান (৪১) ও সহকারী মো. ইসমাইলকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশের পক্ষ থেকে ফেনী মডেল থানায় একটি মামলাও করা হয়েছে।'

'জব্দকৃত সয়াবিনের প্রকৃত মালিক কে, তাও জানা যায়নি। কাভার্ডভ্যান আটক বা সয়াবিন জব্দ করার পরও কোন দাবিদার পাওয়া যায়নি। বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তে সয়াবিনের প্রকৃত মালিক পাওয়া যাবে,' বলেন ডিবি পুলিশের ওসি মেজবাহ্ উদ্দিন।

Comments

The Daily Star  | English

Student politics, Buet and ‘Smart Bangladesh’

General students of Buet have been vehemently opposing the reintroduction of student politics on their campus, the reasons for which are powerful, painful, and obvious.

2h ago