অপরাধ ও বিচার

ফেনীতে হামলা-ভাঙচুর: কারাগারে আরও ৬

ফেনী শহরে মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আরও ৬ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

ফেনী শহরে মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আরও ৬ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ট্রাংক রোডের জয়কালি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার দাস বাদী হয়ে সোমবার রাতে একটি মামলা করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে এ মামলায় ফেনী পৌর এলাকার বাসিন্দা আবদুল্লাহ আল মিয়াজীকে (২১) গ্রেপ্তার করে।

হামলা-ভাঙচুরের ঘটনায় এর আগে র‌্যাব ১টি ও পুলিশ ২টি পৃথক মামলা করে।

পুলিশ কর্মকর্তা মো. মনির হোসেন জানান, এছাড়া পুলিশের করা ২ মামলায় লক্ষ্মীপুর সদর উপজেলার মো. সোহেল (২৬), ফেনীর উকিলপাড়ার বাসিন্দা মো. রোমান শেখ (১৬), ফেনী সদর উপজেলার মোয়াজ্জেম হোসেন (৩২) ও সাইফুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।

আর, র‌্যাবের করা মামলায় ফেনী সদর উপজেলার লেমুয়ার বাসিন্দা মেহেদী হাসান মুন্নাকে (২২) গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, নতুন গ্রেপ্তার এই ৬ জনকে আজ আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও জানান, এসব মামলায় ৩ দিনে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৬ জনকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Comments

The Daily Star  | English

Pak PM lauds Bangladesh’s economic progress

Says ‘we feel ashamed when we look towards them’

1h ago