ফেনীতে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৬ জন কারাগারে

ফেনী শহরে মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৬ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

ফেনী শহরে মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৬ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজ সোমবার ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৬ জনকে আজ সোমবার ফেনীর বিচারিক হাকিম আদালতে পাঠিয়ে প্রত্যেককে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। তবে, আজ রিমান্ড শুনানি হয়নি এবং আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।'

পুলিশ জানিয়েছে, ফেনী শহরে গত শনিবার রাতে মন্দিরে হামলা-ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে। তার আগে র‌্যাবের পৃথক অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনতে গ্রেপ্তার করা হয়েছে।

এসব ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে একটি ও পুলিশের পক্ষ থেকে দুটিসহ মোট ৩টি পৃথক মামলা করা হয়েছে।

গ্রেপ্তার ৬ জন হলেন- আবদুল মান্নান (৪৬), এনামুল হক রাকিব (২০), মো. মিরাজ (৩৩), আহনাফ তৌসিফ মাহমুদ লাবিব (২২), ফয়সল আহম্মেদ আল আমিন (১৯) ও আবদুস সামাদ জুনায়েদ (১৯)।

Comments

The Daily Star  | English

Pak PM lauds Bangladesh’s economic progress

Says ‘we feel ashamed when we look towards them’

40m ago