ফরিদপুরে ধর্ষণ ও হত্যার দায়ে একজনের মত্যুদণ্ড

ফরিদপুরে ধর্ষণ ও হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রদীপ কুমার রায় এ আদেশ দেন।
gavel
প্রতীকী ছবি

ফরিদপুরে ধর্ষণ ও হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রদীপ কুমার রায় এ আদেশ দেন।

রায়ে হত্যামামলার একমাত্র আসামি বোয়ালমারী উপজেলার কদমী গ্রামের জিন্দার আলীকে (৩৬) মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখার আদেশ দেওয়া হয়। পাশাপাশি ওই আসামিকে এক লাখ টাকা জরিমানাও করেন আদালত।

রায় প্রদানের সময় আসামি জিন্দার আলী আদালতে উপস্থিত ছিলেন।   

রায় ঘোষণার পর জিন্দার আলীকে পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় তার স্বজনদের বিলাপ করতে দেখা যায়।

এ মামলায় রাষ্ট্রপক্ষের কৌশলী স্বপন কুমার পাল বলেন, 'জিন্দার আলী এক শিক্ষার্থীকে নিয়মিত উত্যক্ত করতো। এক সময় বিয়ের প্রস্তাবও দেয়। প্রস্তাব বাতিল হয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ২০১০ সালের ২০ মে তাকে ধর্ষণ ও হত্যা করে।'

এ ঘটনায় নিহতের বাবা অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে 'নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারাসহ দণ্ডবিধি ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গোয়েন্দা পুলিশের ওসি গোলাম আবুবক্কর ২০১৩ সালের ৩১ আগস্ট জিন্দার আলীকে দোষী সাব্যস্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। জিন্দার আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি ২০১৩ সালের ৩০ জুলাই জুডিশিয়াল ম্যাজিস্টেট হামিদুল ইসলামের কাছে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। 

Comments

The Daily Star  | English

Pollution claims 2.72 lakh lives in one year

Alarming levels of air pollution, unsafe water, poor sanitation, and exposure to lead caused over 2.72 lakh premature deaths in Bangladesh in 2019.

5h ago