পুকুরে ভাসছিল বাবা-মা ও মেয়ের মরদেহ

খুলনার কয়রা উপজেলা থেকে একই পরিবারের ৩ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া গ্রামের একটি পুকুর থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।
Khulna Map
স্টার অনলাইন গ্রাফিক্স

খুলনার কয়রা উপজেলা থেকে একই পরিবারের ৩ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া গ্রামের একটি পুকুর থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।

এরা হলেন— হাবিবুর রহমান (৩০), তার স্ত্রী বিউটি (২৬) ও মেয়ে হাবিবা (১১)।

ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শাহাদাত হোসেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাবা-মা ও মেয়েকে পরিকল্পিতভাবে হত্যার পরে মরদেহ পুকুরে লুকানোর চেষ্টা করা হয়েছে।

বাগালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ গাজী ডেইলি স্টারকে বলেন, যে ৩ জনকে হত্যা করা হয়েছে তারা আমার পরিচিত। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে শুনেছি।

স্থানীয় বাসিন্দারা জানান, হাবিবুর পেশায় দিনমজুর। তার মেয়ে হাবিবা ৭ম শ্রেণির ছাত্রী ছিল।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

3h ago