পীরগঞ্জের ঘটনায় ফেসবুক পোস্টকারীকে গ্রেপ্তার

রংপুরের পীরগঞ্জে জেলে পল্লীতে হামলা-অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ফেসবুক পোস্টকারী পরিতোষ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাকে জয়পুরহাট থেকে গ্রেপ্তার করা হয়। 
স্টার অনলাইন গ্রাফিক্স

রংপুরের পীরগঞ্জে জেলে পল্লীতে হামলা-অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ফেসবুক পোস্টকারী পরিতোষ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাকে জয়পুরহাট থেকে গ্রেপ্তার করা হয়। 

রংপুরের সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ-মিঠাপুকুর) মো. কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরিতোষ সরকারের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে।

পরিতোষের গ্রেপ্তারের বিষয়ে মো. কামরুজ্জামান বলেন, `ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় অভিযান চালিয়ে সোমবার রাত সাড়ে ৯টার দিকে জয়পুরহাট থেকে পরিতোষ সরকারকে গ্রেপ্তার করা হয়। রংপুর জেলা পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে।' 

পীরগঞ্জের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে পরিতোষ সরকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া, হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পেনাল কোডে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।' 

তিনি জানান, রংপুরের পীরগঞ্জের বটতলা মাঝিপাড়ায় জেলে পল্লীতে হামলার অভিযোগে এখন পর্যন্ত ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

Comments

The Daily Star  | English

Happy 125th Birthday, Mr Chaplin!

Despite the advent of sound in cinema, Chaplin remained true to his silent roots, continuing to produce silent films even as talkies gained popularity. Films like "City Lights", "The Gold Rush", and "Modern Times" are timeless classics that showcase Chaplin's unmatched ability to entertain and inspire.

24m ago