পি কে হালদারের ঋণ কেলেঙ্কারি: বাংলাদেশ ব্যাংকের ৪ কর্মকর্তাকে দুদকে তলব

প্রশান্ত কুমার (পি কে) হালদারের ঋণ কেলেঙ্কারির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের ৪ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ছবি: সংগৃহীত

প্রশান্ত কুমার (পি কে) হালদারের ঋণ কেলেঙ্কারির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের ৪ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের সই করা এক চিঠিতে ৪ কর্মকর্তাকে আগামী ২৪ জানুয়ারি দুদকের সেগুনবাগিচা সদর দপ্তরে হাজির হতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকেরন ওই ৪ কর্মকর্তা হলেন, যুগ্ম পরিচালক মোহাম্মদ ফেরদৌস কবির, যুগ্ম পরিচালক এ বি এম মোবারক হোসেন, উপ-পরিচালক হামিদুল আলম ও সহকারী পরিচালক কাদের আলী। 

Comments

The Daily Star  | English
Bangladesh Reference Institute for Chemical Measurements (BRiCM) developed a dengue rapid antigen kit

Diagnose dengue with ease at home

People who suspect that they have dengue may soon breathe a little easier as they will not have to take on the hassle of a hospital visit to confirm or dispel the fear.

9h ago