পাবজি, ফ্রিফায়ারসহ ক্ষতিকর অনলাইন গেমস বন্ধের নির্দেশ হাইকোর্টের

সামাজিক অবক্ষয় থেকে শিশু-কিশোর-তরুণদের রক্ষা করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশে পাবজি, ফ্রিফায়ারের মতো অনলাইন গেমস ও অ্যাপস বন্ধ রাখতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

সামাজিক অবক্ষয় থেকে শিশু-কিশোর-তরুণদের রক্ষা করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশে পাবজি, ফ্রিফায়ারের মতো অনলাইন গেমস ও অ্যাপস বন্ধ রাখতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এই ধরনের গেমসসহ টিকটক, লাইকি, বিগো লাইভ বন্ধ করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, ১০ দিনের মধ্যে তার ব্যাখ্যা চেয়ে একটি রুলও জারি করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে প্রয়োজনীয় আদেশ চেয়ে একটি রিট আবেদনের শুনানির পর আজ সোমবার বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ ও রুল জারি করেন।

সহকারী অ্যাটর্নি জেনারেল গোলাম সারোয়ার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে চলতি বছরের ২৪ জুন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব ও মোহাম্মদ কাওসার হাইকোর্টে এ রিট আবেদন করেন।

আবেদনে তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব গেমসের পেছনে কোটি কোটি টাকার লেনদেন এবং এই ধরনের অ্যাপস ও গেমের মাধ্যমে অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার নির্দেশ দিতে হাইকোর্টকে অনুরোধ করেন।

একইসঙ্গে আবেদনকারীরা তরুণ প্রজন্মের জন্য ক্ষতিকর এসব গেমস ও অ্যাপস বন্ধের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ ও নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে সুপারিশ করার জন্য প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবীদের নিয়ে একটি কমিটি গঠনের জন্য হাইকোর্টের প্রতি আহ্বান জানান।

আবেদনে বলা হয়, তরুণরা অনলাইন গেমস এবং টিকটক, লাইকি, বিগো লাইভ, পাবজি ও ফ্রিফায়ারের মতো অ্যাপসে আসক্ত হয়ে পড়েছে এবং এতে সামাজিক মূল্যবোধ, শিক্ষা ও সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ ধরনের অনলাইন গেমস ও অ্যাপস ব্যবহার করে যুব সমাজ সহিংসতা ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। সেজন্য জরুরি ভিত্তিতে এ ধরনের গেমস ও অ্যাপস বন্ধ করা প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়।

Comments

The Daily Star  | English
Cuet students block Kaptai road

Cuet closes as protest continues over students' death

The Chittagong University of Engineering and Technology (Cuet) authorities today announced the closure of the institution after failing to pacify the ongoing student protest over the death of two students in a road accident

1h ago