অপরাধ ও বিচার

পরশুরামে সন্ধ্যায় র‍্যাব-পুলিশ মারামারি, মধ্যরাতে থানায় সমঝোতা

ফেনীর পরশুরাম উপজেলায় র‍্যাব-পুলিশের সদস্যদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা মধ্যরাতে পরশুরাম থানায় সমঝোতা হয়েছে বলে জানা গেছে।
হাসপাতালে আহত ২ পুলিশ সদস্য। ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরাম উপজেলায় র‍্যাব-পুলিশের সদস্যদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা মধ্যরাতে পরশুরাম থানায় সমঝোতা হয়েছে বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ডাকবাংলা মোড়ে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। সেসময় ৪ পুলিশ সদস্য আহত হন।

পুলিশ ও র‌্যাব সূত্র জানায়, সাদা পোশাকে থাকায় তল্লাশির সময় পুলিশ ও র‍্যাব সদস্যরা কেউই কাউকে চিনতে পারেননি।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভুল বুঝাবুঝির কারণে এটা হয়েছে। উভয় পক্ষ মিটমাট করে নিয়েছে।'

আহত পুলিশ সদস্যরা হলেন, পরশুরাম থানার সহকারী উপপরিদর্শক মো. রেজাউল করিম, সহকারী উপপরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম, কনস্টেবল মোহাম্মদ নুরুন্নবী ও মাহবুব হোসেন।

এএসআই মো. রেজাউল করিম ও পুলিশ কনস্টেবল মোহাম্মদ নুরুন্নবীকে হাসপাতালে ভর্তি করা হয়। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল খালেক ডেইলি স্টারকে বলেন, 'আহত অবস্থায় হাসপাতালে ভর্তি পুলিশ সদস্য আজ বুধবার ভোর সাড়ে ৫টায় ছাড়পত্র ছাড়াই হাসপাতাল ত্যাগ করেছেন।'

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী সুবার বাজারের দিক থেকে একটি সাদা প্রাইভেটকার পরশুরাম সদরের কলেজ রোডে পৌঁছালে টহলরত পুলিশের টিম গাড়িটির গতিরোধ করে। তাৎক্ষণিকভাবে কিছু বুঝে ওঠার আগেই প্রাইভেটকারের যাত্রীরা পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। হাতাহাতি থেকে একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়।'

পরশুরাম থানার এক উপপরিদর্শক নাম প্রকাশ না করার শর্তে ডেইলি স্টারকে বলেন, 'র‍্যাব সদস্যরা গাড়ি থেকে নেমে নিজেদের পরিচয় না দিয়েই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পুলিশ সদস্যদের সঙ্গে তাদের হাতাহাতি ও মারামারি শুরু হয়। এতে ৪ পুলিশ সদস্য আহত হন। পরিচয় দেওয়ার পরও র‌্যাব সদস্যরা পুলিশ সদস্যদের মারধর করেন।'

র‍্যাব-৭ সিপিসি ১ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ আল জাবের আল ইমরান ডেইলি স্টারকে বলেন, 'র‍্যাবের টিম একটি অপারেশনে ছিল। পুলিশ সদস্যদের কাছে পরিচয় দেওয়া আগেই ভুল বুঝাবুঝি হয়। আমরা মধ্যরাতে থানায় বসে এর সমাধান করেছি।'

Comments

The Daily Star  | English

Dos and Don’ts during a heatwave

As people are struggling, the Met office issued a heatwave warning for the country for the next five days

4h ago