নোয়াখালীর কারাগারে হাজতির মৃত্যু

নোয়াখালী জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে তার মৃত্যু হয়।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

নোয়াখালী জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে তার মৃত্যু হয়।

জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকাল সাড়ে ৬টার দিকে কারাগারে হাজতি মো. সাগরকে (২৯) অসুস্থ হয়ে পড়লে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক সকাল পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জেলার সোনাইমুড়ী উপজেলার বাগদিয়া গ্রামের শফি উল্যার ছেলে সাগর নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া মামলার আসামি ছিলেন।

গত ৯ আগস্ট তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সকাল সাড়ে ৬টার দিকে নোয়াখালী জেলা কারাগারে হাজতিদের ওয়ার্ড তালামুক্ত করার পর সাগর ঘুম থেকে উঠে হাঁটার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। বুক ব্যথা অনুভব করলে প্রথমে তাকে কারা কর্তৃপক্ষের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।'

'এরপর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত কারারক্ষীদের মাধ্যমে তাকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল পৌনে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,' যোগ করেন তিনি।

নিহতের স্ত্রী সাদিয়া আক্তার ডেইলি স্টারকে বলেন, 'সকাল ৮টার দিকে কারাগার থেকে ফোনে সাগরের মৃত্যুর কথা জানানো হয়।'

নোয়াখালী জেল সুপার ফণীভূষণ দেবনাথ ডেইলি স্টারকে বলেন, 'সাগর নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ছিলেন। তিনি কারাগারে ৬ নং ওয়ার্ডের হাজতি। আজ সকালে ঘুম থেকে উঠে ওয়ার্ডের বাইরে হাঁটার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

Comments

The Daily Star  | English

Fire breaks out at shoe factory in Ctg

A fire broke out at a factory that produces shoe accessories on Bayezid Bostami Road in Chattogram city this afternoon

1h ago