অপরাধ ও বিচার

নাটোরে পৌর মেয়র আ. লীগ নেতার গোডাউন থেকে সয়াবিন জব্দ, জরিমানা

নাটোরের বড়াইগ্রাম পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মাজেদুল বারী নয়নের গোডাউন থেকে প্রায় ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।
নাটোরের বড়াইগ্রাম পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মাজেদুল বারী নয়নের গোডাউন থেকে প্রায় ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মাজেদুল বারী নয়নের গোডাউন থেকে প্রায় ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার মৌখাড়া বাজারে মেয়রের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স নয়ন ডিপার্টমেন্টাল স্টোরের গোডাউন থেকে ওই তেল জব্দ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর ও র‌্যাব-৫ এর সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

অবৈধভাবে সয়াবিন মজুদের অভিযোগে ও বোতলজাত সয়াবিন তেল খোলা সয়াবিন হিসেবে বেশি দামে বিক্রির অপরাধে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সে সময় পাশের মামুন স্টোরকে একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা ও ৯ কার্টুন তেল জব্দ করে খোলা বাজারে বিক্রি করা হয়।

র‌্যাব-৫ এর নাটোর অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মৌখাড়া বাজারে মেয়র মাজেদুল বারী নয়নের মালিকানাধীন মেসার্স নয়ন ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান চালানো করা হয়। তার গোডাউন থেকে ৩ হাজার লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেল জব্দ করা হয়।

পরে সেগুলো খোলা বাজারে ক্রেতাদের কাছে সরকার নির্ধারিত মূল্য ১৬০ টাকা লিটার দরে বিক্রি করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর দ্য ডেইলি স্টারকে বলেন, 'সারা দেশে সয়াবিন তেলে কৃত্রিম সংকট তৈরি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। নাটোরে এ ধরনের অভিযান অব্যাহত আছে। ছোট-বড় সব প্রতিষ্ঠানেই অভিযান চালানো হবে।'

নাম প্রকাশ না করার শর্তে সাধারণ ক্রেতারা ডেইলি স্টারকে বলেছেন, মেয়রের গোডাউনে তেল মজুদ করা মেনে নেওয়া যায় না।

মেয়র ও আওয়ামী লীগ নেতা মাজেদুল বারী নয়ন ডেইলি স্টারকে বলেন, 'তেল মজুদের বিষয় জানতাম না। এ সব করেছেন ম্যানেজার সবুজ হোসেন। মেয়র নির্বাচিত হওয়ায় পর দোকানের দায়িত্ব ম্যানেজার সবুজ হোসেনকে দিয়েছি। কোনো খোঁজ-খবরও রাখতে পারি না।'

বিষয়টিকে অনভিপ্রেত উল্লেখ করে তিনি বলেন, 'এ জন্য খুবই লজ্জিত।'

ব্যবসা ছেড়ে দেবেন বলেও জানান মাজেদুল।

র‍্যাব-৫ নাটোর অফিস প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নয়ন স্টোরসহ বড়াইগ্রাম ও সদর উপজেলার ৬ দোকানে অভিযান চালিয়ে ৬ ব্যবসায়ীকে ১ লাখ ৯৮ হাজার টাকা জরিমানা এবং ৫ হাজার ৩৫৯ লিটার সয়াবিন তেল জব্দ করেছে র‍্যাব।

বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নয়ন বড়াইগ্রাম পৌরসভার মেয়র নির্বাচিত হন।

Comments

The Daily Star  | English

World will know Bangladesh through sports: PM

Prime Minister Sheikh Hasina today asked the authorities concerned to promote domestic sports of the country alongside other games

1h ago