দুদকের মামলায় বেনাপোল বন্দর থানার সাবেক এসআই সাইফুদ্দৌলা কারাগারে

যশোরে দুদকের মামলায় বেনাপোল বন্দর থানা পুলিশের সাবেক এসআই সাইফুদ্দৌলাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
arrest logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

যশোরে দুদকের মামলায় বেনাপোল বন্দর থানা পুলিশের সাবেক এসআই সাইফুদ্দৌলাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাইফুদ্দৌলা গতকাল রোববার আদালতে আত্মসমর্পণ করলে যশোরের স্পেশাল জজ বিচারক মোহাম্মদ শামসুল হক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি অ্যাডভোকেট আশরাফুল আলম বিপ্লব।

সাইফুদ্দৌলা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মথুরাপুর হোসেনাবাদ গ্রামের শরিয়ত উল্লার ছেলে। ৯৩ লাখ ৪৫ হাজার ৪০৯ টাকা জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় তার স্ত্রী লাভলী ইয়াসমিনকেও আসামি করা হয়। তিনি বর্তমানে জামিনে আছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৪ জুলাই পুলিশের সাবেক এ কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের যশোর সার্কেলের সহকারী পরিচালক শহীদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, সাইফুদ্দৌল্লার স্ত্রীর ২৯ লাখ ৭৬ হাজার টাকার স্থাবর ও ৪৫ লাখ টাকা অস্থাবরসহ মোট ৭৪ লাখ ৭৪ হাজার টাকার সম্পত্তি আছে। যার মধ্যে ৩৫ লাখ টাকার বৈধতা পেলেও ৩৯ লাখ ৩৪ হাজার টাকার অবৈধ সম্পদ রয়েছে।

মামলাটির তদন্তে উঠে আসে, ১৯৯৭ সালের ৩ জানুয়ারি থেকে ২০১৪ সালের ৯ মার্চ পর্যন্ত আসামিরা ৯৩ লাখ ৪৫ হাজার ৪০৯ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। যার মধ্যে ৪০ লাখ ৮১ হাজার ৪০০ টাকার সম্পদ গোপন করেছেন। চার্জশিটে আরও উল্লেখ করা হয়, তারা পরস্পর যোগসাজশে অবৈধ উপায়ে এই সম্পদ উপার্জন করেছেন। পরে স্ত্রীর নামে আয়কর নথি খুলে সম্পত্তি বৈধ করার চেষ্টা করেছেন।

চার্জশিট দাখিলের পর এ মামলা বিচারের জন্য স্পেশাল জজ আদালতে পাঠানো হয়। এ মামলায় স্ত্রী জামিনে থাকলেও সাইফুদ্দৌলা পলাতক ছিলেন।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

6h ago