তথ্য ও প্রযুক্তি আইনের মামলায় বিএনপি নেতা মেজর হাফিজের জামিন

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে করা মামলা থেকে তাকে জামিন দিয়েছেন আদালত।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদ। ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে করা মামলা থেকে তাকে জামিন দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার বরিশালের সাইবার ট্রাইবুন্যালের বিচারক গোলাম ফারুকের আদালতে হাজির হয়ে হাফিজ জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

মেজর (অব.) হাফিজ উদ্দিনের আইনজীবী কাজী এনায়েত হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালে ২৪ ডিসেম্বর জাতীয় নির্বাচন নিয়ে মেজর হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে বাবুল বিশ্বাসের নির্বাচনী আইন বহির্ভূত মোবাইলে কথোপকথন হয়। এ ঘটনায় ভোলা জেলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ তালুকদার ওই বছরের ২৮ ডিসেম্বর লালমোহন থানায় ৮ জনকে আসামি করে মামলা করেন।

পুলিশ মামলার তদন্ত শেষে ৬ জনকে বাদ দিয়ে মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও বাবুল বিশ্বাসের নাম আসামির তালিকায় রাখে। পরে মামলাটি উচ্চ আদালত থেকে নিম্ন আদালতে হস্তান্তর করা হয়।

আইনজীবী কাজী এনায়েত হোসেন বলেন, 'বিচারক রাষ্ট্রপক্ষের বক্তব্য শোনার পর আসামির বয়স বিবেচনায় এনে তাকে জামিন দেন।'

Comments

The Daily Star  | English

Dos and Don’ts during a heatwave

As people are struggling, the Met office issued a heatwave warning for the country for the next five days

34m ago