ডিজিটাল নিরাপত্তা আইনসহ ২ মামলায় নুসরাত শাহরিনকে জামিন দেননি হাইকোর্ট

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানো ও মাদক বহনের অভিযোগে করা ২ মামলায় নুসরাত শাহরিন রাকাকে জামিন দেননি হাইকোর্ট।
গত ৪ অক্টোবর দিবাগত রাতে নুসরাত শাহরিনকে গ্রেপ্তার করে র‍্যাব। ছবি: সংগৃহীত

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানো ও মাদক বহনের অভিযোগে করা ২ মামলায় নুসরাত শাহরিন রাকাকে জামিন দেননি হাইকোর্ট।

নুসরাত শাহরিন বিদেশে অবস্থানরত সাংবাদিক কনক সারওয়ারের বোন।

তবে রাষ্ট্রবিরোধী অপপ্রচার ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় নুসরাত শাহরিনকে কেন জামিন দেওয়া হবে না, ১ সপ্তাহের মধ্যে তার ব্যাখ্যা চেয়ে রুল জারি করেছেন আদালত।

দুই মামলায় জামিন চেয়ে নুসরাত শাহরিনের করা আবেদনের শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ সব আদেশ দেন।

হাইকোর্ট বলেন, জারিকৃত রুলের শুনানির সময় মাদক মামলায় তার জামিনের আবেদনের সুরাহা করা হবে।

নুসরাত শাহরিনের আইনজীবী জেড আই খান পান্না হাইকোর্টকে বলেন, তার মক্কেল কোনো অপপ্রচারে জড়িত নন।

৩ সন্তানের মা নুসরাত শাহরিন দীর্ঘদিন ধরে কারা ভগ করছেন। তাই মামলায় তিনি জামিন পেতে পারেন বলে উল্লেখ করেন আইনজীবী।

শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির জামিন আবেদনের বিরোধিতা করে বলেন, নুসরাত শাহরিন রাষ্ট্র ও প্রধানমন্ত্রী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন।

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানোর অভিযোগে গত বছরের ৫ অক্টোবর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি দল উত্তরা থেকে নুসরাত শাহরিনকে গ্রেপ্তার করে।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে মিথ্যা, মানহানিকর ও উস্কানিমূলক তথ্য ছড়িয়ে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের সঙ্গে জড়িত ছিলেন বলে র‌্যাবের দাবি।

একই দিন তার বিরুদ্ধে উত্তরা থানায় দুটি মামলা করা হয়।

Comments

The Daily Star  | English

Small businesses, daily earners scorched by heatwave

After parking his motorcycle and removing his helmet, a young biker opened a red umbrella and stood on the footpath.

1h ago