অপরাধ ও বিচার

টিকাকেন্দ্রে পুলিশকে চড় মারায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

টাঙ্গাইলের সখিপুরের একটি গণ টিকাদান কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে চড় মারায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। 
টাঙ্গাইল
স্টার অনলাইন গ্রাফিক্স

টাঙ্গাইলের সখিপুরের একটি গণ টিকাদান কেন্দ্রে কথা কাটাকাটির এক পর্যায়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে চড় মারায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার ওই ঘটনার পর মামলা হলে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। 

দ্য ডেইলি স্টারকে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শিক্ষকের নাম সাদিকুর রহমান। তিনি বহেরাতলী গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বুধবার তাকে আদালতে নেওয়া হবে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাদিকুর তার স্ত্রী ও মাকে নিয়ে টিকা কেন্দ্রের একটি কক্ষে যেতে চাইলে দায়িত্বরত সখিপুর থানার এএসআই সামিউল আলম বাধা দেন। এতে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই প্রধান শিক্ষক এএসআইকে চড় মারেন। 

এরপর এএসআই সামিউল বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানালে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে সখিপুর থানার ওসি সাইদুল হক ভুইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'গণ টিকাদান কেন্দ্রে দায়িত্ব পালনের সময় চড় মারার কারণে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করা ওই এএসআই।'

অভিযুক্ত প্রধান শিক্ষক সাংবাদিকদের জানান, এএসআই মানুষের সামনে তার শার্টের কলার ধরেন। এ কারণে তিনি তাকে চড় মারেন। 

তিনি আরও জানান, এটা একটা অপত্যাশিত ঘটনা এবং স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলেই বিষয়টির মীমাংসা হয়ে যায়।

Comments

The Daily Star  | English
Gold price makes new record

Gold price hits new record again

Jewellers are selling each bhori of gold at Tk 119,637 from 7pm today

1h ago