টাকা আত্মসাৎ: রিমান্ড শেষে রাগীব ও তার ৩ ভাই কারাগারে

প্রতারণার মাধ্যমে গ্রাহকদের ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান, তার ৩ ভাইকে ৭ দিনের রিমান্ড শেষে কারাগারে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
রাগীব এবং তার তিন ভাইকে গত ১৩ সেপ্টেম্বর আদালতে হাজির করা হয়। ছবি: সংগৃহীত

প্রতারণার মাধ্যমে গ্রাহকদের ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান, তার ৩ ভাইকে ৭ দিনের রিমান্ড শেষে কারাগারে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাসুদ তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

পিরোজপুর জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৯ সেপ্টেম্বর রাগীব এবং তার চার ভাইয়ের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন হারুন অর রশীদ নামে এক গ্রাহক। আসামিদের মধ্যে রাগীবের এক ভাই এখনো পলাতক।

পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত পিরোজপুর সদর থানায় রাগীবের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের হয়েছে।

এমএলএম ব্যবসার নামে পিরোজপুর, বাগেরহাট এবং ঝালকাঠির বিভিন্ন এলাকা থেকে গ্রাহকদের ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে রাগীবের বিরুদ্ধে। গ্রাহকদের উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে এহসান গ্রুপ প্রতারণা করে আসছিল। বিভিন্ন মসজিদের ইমাম এবং মাদ্রাসার শিক্ষকদের ব্যবহার করে ধর্মপ্রাণ সাধারণ মানুষকে রাগীব ব্যবহার করতেন।

Comments

The Daily Star  | English
‘Farmer, RMG workers, migrants main drivers of Bangladesh economy in first 50 years’

‘Farmer, RMG workers, migrants main drivers of Bangladesh economy in first 50 years’

However, their contribution would not remain the same in the years to come, says a book published from London

1h ago