ছাত্রদলের ওপর হামলা: ছাত্রলীগের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

রাজধানীর হাইকোর্ট এলাকায় ছাত্রদলের কর্মসূচিতে হামলার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি তিলোত্তমা শিকদারসহ ৩২ নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে মামলা হয়েছে।
মাথায় হেলমেট ও হাতে লাঠি নিয়ে বৃহস্পতিবার ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। হামলায় সাংবাদিক ও আইনজীবীসহ অন্তত ৫০ জন আহত হন। ২৬ মে, ২০২২। দোয়েল চত্বর। ছবি: সংগৃহীত

রাজধানীর হাইকোর্ট এলাকায় ছাত্রদলের কর্মসূচিতে হামলার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি তিলোত্তমা শিকদারসহ ৩২ নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে মামলা হয়েছে।

আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও আইন বিভাগের শিক্ষার্থী মানসুরা আলম ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালতে এই মামলা করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে শাহবাগ থানার ওসিকে তদন্ত করে ২৬ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় অন্য আসামিরা হলেন—ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আল আমিন রহমান, সহ সম্পাদক রাশেদ ফেরদৌস আকাশ, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, সহ সম্পাদক আমানুল্লাহ আমান, পরিবেশ বিষয়ক সম্পাদক শামীম পারভেজ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হিল বারী, উপ দপ্তর সম্পাদক মো. নাজির, উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক শাহিন তালুকদার, উপ দপ্তর সম্পাদক খান মোহাম্মদ শিমুল, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের নেতা অভিজ্ঞান দাস অন্তু, শামসুন নাহার হলের সভাপতি খাদিজা আক্তার উর্মি, ঢাকা কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক সামাদ আজাদ জুলফিকার, ঢাবির অমর একুশে হল শাখার সভাপতি এনায়েত এইচ মনন, অমর একুশে হলের সাধারণ সম্পাদক ইমদাদুল হাসেন সোহাগ, অমর একুশে হলের সহ সভাপতি রাকিব হোসেন, ঢাবির বিজয় একাত্তর হল শাখার সাবেক সহ সভাপতি মজিবুল বাশার, ঢাবির সলিমুল্লাহ হল শাখার কর্মী নাজিমুদ্দিন সাইমুন, শহিদুল্লাহ হলের সভাপতি শরীফ আহম্মেদ, চুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ ইমাম বাকের, ঢাবির এফ রহমান হল শাখার কর্মী আব্দুর রহিম, ছাত্রলীগের কর্মী মাহমুদ চৌধুরী, ঢাবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ, ঢাবির এস এম হল শাখার কর্মী সায়েম, ঢাবির এফ রহমান হল শাখার সভাপতি রিয়াজ, ঢাবির বঙ্গবন্ধু হল শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ঢাবি ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আব্দুল্লাহ আল ফারিয়াল, ঢাবির শহীদুল্লাহ হল শাখার সাধারণ সম্পাদক মুনিম শাহরিয়ার, সূর্যসেন হল শাখার কর্মী নাহিদ সানি, জগন্নাথ হল শাখার কর্মী ঐশিক শুভ্র, জগন্নাথ হল শাখার কর্মী সৌরভ চক্রবর্তী।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

3h ago