অপরাধ ও বিচার

চট্টগ্রামে হামলা-সংঘর্ষ: ৩ মামলায় আসামি ১ হাজারের বেশি

চট্টগ্রামে হামলা ও সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। যাতে আসামি করা হয়েছে ১ হাজার জনের বেশি।  
CTG Map
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামে হামলা ও সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। যাতে আসামি করা হয়েছে ১ হাজার জনের বেশি।  

আন্দরকিল্লায় জেএম সেন পূজা মণ্ডপে হামলার ঘটনায় ৮৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ জনের নামে মামলা করেছে পুলিশ।

গতকাল শুক্রবার হামলার ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আকাশ মাহমুদ ফরিদের কোতোয়ালি থানায় এই মামলা করেন। এই মামলায় এ পর্যন্ত ৮৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ শনিবার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দীন (ওসি) দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা, সরকারি দায়িত্ব পালনে পুলিশকে বাঁধা দেওয়া, ভাঙচুর ও মিছিল বের করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় পুলিশ বিশেষ ক্ষমতা আইনে এই মামলা করেছে।'

ওসি বলেন, 'অভিযুক্ত ৮৪ জনের মধ্যে ৮৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।'

অন্যদিকে গত ১৩ অক্টোবর বাঁশখালী এলাকায় মন্দির ও পূজা মণ্ডপে হামলার ঘটনায় বাঁশখালী থানায় ২টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'একটি মামলায় অজ্ঞাতনামা ৫০০ জন এবং অপর আরেকটি মামলায় অজ্ঞাতনামা ১৪১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

তিনি আরও বলেন, 'এ পর্যন্ত ২টি মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

5m ago