চট্টগ্রামে শিশু আরাফ হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামের বাকলিয়ায় ওয়ার্ডে পানির ট্যাংকে ফেলে ২ বছরের শিশু আবদুর রহমান আরাফকে হত্যা মামলায় ৩ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
চট্টগ্রাম
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের বাকলিয়ায় ওয়ার্ডে পানির ট্যাংকে ফেলে ২ বছরের শিশু আবদুর রহমান আরাফকে হত্যা মামলায় ৩ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জসিম উদ্দিন আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. ফরিদ, মো. হাসান ও নাজমা বেগম।

আদালতের এপিপি প্রদীপ কুমার ভট্টাচার্য দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০২০ সালের ৭ জুন বিকেলে চট্টগ্রামের বাকিয়া থানার মিয়া-খান নগরে একটি ভবনের ছাদে পানির ট্যাংকে ফেলে হত্যা করা হয়েছিল শিশু আরাফকে।

মামলার এজাহারের বরাত দিয়ে তিনি জানান, ঘটনার দিন বিকালে মিয়া-খান নগরে ভবনের সামনে গাড়ি রাখার জায়গায় খেলছিল শিশু আরাফ। আদর করার ছলে আরাফকে নিয়ে ভবনের ছাদে চলে যান নাজমা বেগম। সেখানে পানির ট্যাংকে ফেলে আরাফকে হত্যা করা হয়। হত্যার পর নাজমা বেগম, তার ছেলে হাসান ও তাদের পাশের ভবনের বাসিন্দা ফিডকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

Comments