চট্টগ্রামে এনএসআইয়ের পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক ১

চট্টগ্রামের খুলশী এলাকা থেকে এনএসআইয়ের পরিচয়ে প্রতারণার অভিযোগে আসিফুল আহসান রাব্বি নামে এক জনকে আটক করেছে পুলিশ।
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের খুলশী এলাকা থেকে এনএসআইয়ের পরিচয়ে প্রতারণার অভিযোগে আসিফুল আহসান রাব্বি নামে এক জনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার পুলিশ ও এনএসআই কর্মকর্তাদের এক যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে। নিজেকে এনএসআই কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে জালিয়াতির মাধ্যমে জনসাধারণের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেন তিনি।

আটকের সময় তার কাছ থেকে ২টি নকল এনএসআইয়ের আইডি কার্ড, এনএসআই কর্মকর্তা পরিচয় সম্বলিত ভিজিটিং কার্ড ও ১টি ওয়াকিটকি, এটিএম কার্ড ও নগদ টাকা জব্দ করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিইসি এলাকায় এনএসআই কার্যালয়ের সামনে তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, 'আটককৃত ওই ব্যক্তি চাকরি দেওয়ার নামে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়েছেন। আজ সন্ধ্যায় তিনি একটি পক্ষের কাছে নিজেকে এনএসআই কর্মকর্তা হিসেবে আশ্বস্ত করার জন্য এনএসআই অফিসের সামনে দাঁড়িয়ে ছিলেন। সেসময় দায়িত্বরত এক কর্মকর্তা তাকে ধরে ফেলেন।'

তিনি জানান, বর্তমানে খুলশি থানায় এনএসআই এবং থানা পুলিশের যৌথ জিজ্ঞাসাবাদ চলছে। তার অন্য এক সঙ্গীকে আটক ও প্রতারণার মাধ্যমে নেওয়া নগদ টাকা উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।

Comments