‘গোপন বৈঠকের’ অভিযোগে জামায়াতের ১০ নারী কর্মী গ্রেপ্তার

সাতক্ষীরায় গোপন বৈঠকের অভিযোগে জামায়াতে ইসলামীর ১০ নারী কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সাতক্ষীরায় গোপন বৈঠকের অভিযোগে জামায়াতে ইসলামীর ১০ নারী কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ১০ নারী হলেন, সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের মাজেদা খাতুন (৪৫), মর্জিনা খাতুন (৫০), ফরিদা খাতুন (৪৫), রাজিয়া খাতুন (৩৫), রাফিজা খাতুন (৪৫), বাঁশদাহ গ্রামের খাজিদা পারভীন (৪০), তালবাড়িয়া গ্রামের ফিরোজা বেগম (৫৫), সাতক্ষীরা শহরের সুলতানপুর কাজীপাড়ার চায়না পারভিন (৩৫), বাগেরহাট উপজেলার চিতলমারী উপজেলার পরানপুর গ্রামের আনোয়ারা বেগম (৫৮) ও বিউটি খাতুন (৪৫)। 

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'জানতে পারি সাতক্ষীরা সদর থানার আলীপুর গ্রামের আব্দুল জলিলের বাড়িতে জামায়াতে ইসলামীর নারী কর্মীরা অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য পরিকল্পনা ও গোপন সভা করছে।'

তিনি আরও বলেন, 'এ সংবাদের ভত্তিতে সাতক্ষীরা সদর থানার পরিদর্শক মো. আবুল আক্তার (তদন্ত) ও পরিদর্শক এস এম আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় ১০ নারীকে জামায়াতে ইসলামীর ১৯টি ব্যক্তিগত প্রতিবেদন বই, ৩৩টি বই ও তিনটি মুঠোফোনসহ আটক করে।'

দেলোয়ার হোসেন আরও বলেন, 'আটক নারীদের বিরুদ্ধে মামলা দিয়ে গতকাল আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।' 
 

Comments

The Daily Star  | English

Avoid heat stroke amid heatwave: DGHS issues eight directives

The Directorate General of Health Services (DGHS) released an eight-point recommendation today to reduce the risk of heat stroke in the midst of the current mild to severe heatwave sweeping the country

19m ago