ইভ্যালির রাসেল-শামীমার আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

সেলারের মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী (সিইও) মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ।
গুলশান থানা থেকে দুপুর ২টায় গ্রেপ্তারকৃত রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে সিএমএম কোর্টের হাজতখানায় আনা হয়। ছবি: এমরুল হাসান বাপ্পী/স্টার

সেলারের মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী (সিইও) মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা নাজমুল হুদা ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালতে এ আবেদন করেন।

এর আগে, বিকেল ৩টায় গ্রেপ্তারকৃত রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে আদালতের হাজতখানায় আনা হয়।

আজ বিকেলে এই রিমান্ড আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। 

প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় গত ১৭ সেপ্টেম্বর এই দম্পতিকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন আদালত।

Comments

The Daily Star  | English
Bank Asia plans to acquire Bank Alfalah

Bank Asia moves a step closer to Bank Alfalah acquisition

A day earlier, Karachi-based Bank Alfalah disclosed the information on the Pakistan Stock exchange.

3h ago