ইভানার মৃত্যু: স্বামী ও চিকিৎসকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা

রাজধানীর পরীবাগ থেকে স্কলাস্টিকা স্কুলের কর্মকর্তা ইভানা লায়লা চৌধুরীর মরদেহ উদ্ধারের ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছেন ইভানার বাবা আমান উল্লাহ চৌধুরী।

রাজধানীর পরীবাগ থেকে স্কলাস্টিকা স্কুলের কর্মকর্তা ইভানা লায়লা চৌধুরীর মরদেহ উদ্ধারের ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছেন ইভানার বাবা আমান উল্লাহ চৌধুরী।

আজ শনিবার রাত সাড়ে নয়টায় শাহবাগ থানায় এ মামলা দায়ের হয়েছে। এই মামলায় দুই জনকে আসামি করা হয়েছে। তারা হলেন- ইভানার স্বামী ব্যারিস্টার আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মান ও ইমপালস মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মুজিবুল হক মোল্লা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার দ্য ডেইলি স্টারকে মামলার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩০৬ ও ১০৯ ধারায় আত্মহত্যা প্ররোচণা ও হত্যা সহযোগিতার অভিযোগ এনে মামলা করা হয়েছে।

ইভানার বাবা আমান উল্লাহ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আশা করি ন্যায়বিচার পাবো। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের সাব্যস্ত করা হবে এমনটাই আমাদের প্রত্যাশা।'

গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর পরিবাগ থেকে স্কলাস্টিকা স্কুলের ক্যারিয়ার গাইডেন্স কাউন্সেলর ইভানা লায়লা চৌধুরীর (৩২) মরদেহ উদ্ধার করে পুলিশ। দুটি ভবনের মাঝখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

Comments

The Daily Star  | English

Avoid heat stroke amid heatwave: DGHS issues eight directives

The Directorate General of Health Services (DGHS) released an eight-point recommendation today to reduce the risk of heat stroke in the midst of the current mild to severe heatwave sweeping the country

28m ago