
চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি। তবে ওই ঘটনায় শিমুর স্বামীসহ ২ জনকে আটক করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'রাইমা ইসলাম শিমুর পরিবারের সদস্যরা এখনো আসেননি। তারা আসলে কেরানীগঞ্জে থানায় এই বিষয়ে হত্যা মামলা হবে।'
রাজধানীর কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের নীচ থেকে গতকাল সোমবার দুপুরে শিমুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক দ্য ডেইলি স্টারকে জানান, শিমুর বাসা ঢাকার গ্রিন রোড এলাকায়। তিনি গত ৩-৪ দিন ধরে নিখোঁজ ছিলেন।
নিখোঁজের ঘটনায় কলাবাগান থানায় একটি জিডি করা হয়েছিল বলেও জানান তিনি।
Comments