অভিনেত্রী শিমুকে হত্যার দায় স্বীকার করেছে স্বামী: পুলিশ

অভিনেত্রী রাইমা ইসলাম শিমুকে তার স্বামী হত্যা করেছেন। পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রাইমা ইসলাম শিমু। ছবি: সংগৃহীত

অভিনেত্রী রাইমা ইসলাম শিমুকে তার স্বামী হত্যা করেছেন। পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাইমা ইসলাম শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন। পারিবারিক কলহের জেরেই তিনি এই হত্যা করেছেন বলে জানিয়েছেন।'

রাজধানীর কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের নীচ থেকে গতকাল সোমবার দুপুরে শিমুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'শিমুর স্বামী স্বীকার করেছেন যে, গতকাল সকাল ৭টায় শিমুকে নিজ বাসায় হত্যা করা হয়েছে।' 

এর আগে কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক দ্য ডেইলি স্টারকে জানান, শিমুর বাসা ঢাকার গ্রিন রোড এলাকায়। তিনি গত ৩-৪ দিন ধরে নিখোঁজ ছিলেন।

নিখোঁজের ঘটনায় কলাবাগান থানায় একটি জিডি করা হয়েছিল বলেও জানান তিনি।

এ ঘটনায় শিমুর স্বামীসহ ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

Comments

The Daily Star  | English
Representational image of Bangladeshi migrant workers.

UN experts express dismay over situation of Bangladeshi migrants in Malaysia

UN experts today expressed dismay about the situation of Bangladeshi migrants in Malaysia, who had travelled there in the hope of employment after engaging in the official labour migration process

13m ago