রাজনীতি ছাড়ছেন বাবুল সুপ্রিয়

রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। আজ শনিবার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, ‘চললাম..., বিদায়...অন্য কোনও দলেও যাচ্ছি না। তৃণমূল, কংগ্রেস, সিপিএম কোথাও নয়... আমাকে কেউ ডাকেওনি।’
বাবুল সুপ্রিয়। ছবি: সংগৃহীত

রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। আজ শনিবার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, 'চললাম..., বিদায়...অন্য কোনও দলেও যাচ্ছি না। তৃণমূল, কংগ্রেস, সিপিএম কোথাও নয়... আমাকে কেউ ডাকেওনি।'

সংসদ সদস্যের পদ থেকেও ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন গায়ক থেকে রাজনীতিবিদ হওয়া এই নেতা। তিনি আরও বলেন, 'বহু নতুন মন্ত্রী এখনও সরকারি বাড়ি পাননি তাই আমার বাড়িটি আমি এক মাসের মধ্যে (যত তাড়াতাড়ি সম্ভব - হয়তো তার আগেই) ছেড়ে দেবো।'

রাজনীতির বাইরে থাকলেও আগামী দিনে তিনি যে সমাজসেবামূলক কাজে যুক্ত থাকতে চান সে কথাও উল্লেখ করেছেন তিনি। লিখেছেন, 'সমাজসেবা করতে গেলে রাজনীতিতে না থেকেও করা যায়। নিজেকে একটু গুছিয়ে নিই আগে তারপর।'
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হন বাবুল সুপ্রিয়। একই বছর তিনি নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় নগরোন্নয়ন, আবাসন ও শহুরে দারিদ্র বিমোচন দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৬ সালে তাকে ভারী শিল্প ও জন উদ্যোগ দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

২০১৯ সালের লোকসভা নির্বাচনেও আসানসোল থেকে জয়ী হন তিনি। এ বছর বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ কেন্দ্রে তৃণমূলের প্রার্থীর কাছে পরাজিত হওয়ার পরই পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের সঙ্গে তার বিরোধের গুঞ্জন শোনা যেতে থাকে। সম্প্রতি মোদি সরকারের মন্ত্রিসভা রদবদলের অংশ হিসেবে তাকে কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

7h ago