ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৩৩, শনাক্ত প্রায় ৪৩ হাজার

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৫৩৩ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ২৬ হাজার ২৯০ জন। একই সময়ে আরও ৪২ হাজার ৯৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৬৪ হাজার ৩০টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দুই দশমিক ৫৮ শতাংশ। দেশটিতে এ নিয়ে মোট তিন কোটি ১৮ লাখ ১২ হাজার ১১৪ জন রোগী শনাক্ত হলো।
ছবি: সংগৃহীত

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৫৩৩ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ২৬ হাজার ২৯০ জন। একই সময়ে আরও ৪২ হাজার ৯৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৬৪ হাজার ৩০টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দুই দশমিক ৫৮ শতাংশ। দেশটিতে এ নিয়ে মোট তিন কোটি ১৮ লাখ ১২ হাজার ১১৪ জন রোগী শনাক্ত হলো।

এই সময়ে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৭২৬ জন। মোট সুস্থ হয়েছেন তিন কোটি নয় লাখ ৭৪ হাজার ৭৪৮ জন।

আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এসব তথ্য জানিয়েছে।

ভারতে সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর আছে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি, ছত্তিসগড় ও ওড়িশা। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ছয় হাজার ১২৪ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৩৭ লাখ ৫৫ হাজার ১১৫ জনকে টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ৪৮ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ২৯৫ জনকে টিকা দেওয়া হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যা ১৩৯ কোটির বেশি। সেখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে তিন লাখ ৪০ হাজার ৪৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৬৪ লাখের বেশি। এখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে ৪৭ হাজার ৭৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতের আগে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

Comments

The Daily Star  | English
Bank Asia plans to acquire Bank Alfalah

Bank Asia moves a step closer to Bank Alfalah acquisition

A day earlier, Karachi-based Bank Alfalah disclosed the information on the Pakistan Stock exchange.

3h ago