ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩১৮, শনাক্তের হার ২ শতাংশ

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩১৮ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪৬ হাজার ৩৬৮ জন। একই সময়ে আক্রান্ত আরও ৩১ হাজার ৩৮২ জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৮০৩ জন।
ভারতের আহমেদাবাদের একটি হাসপাতালে চিকিৎসার জন্য এক নারীকে করোনা ওয়ার্ডে নেওয়া হচ্ছে। ছবি: রয়টার্স

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩১৮ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪৬ হাজার ৩৬৮ জন। একই সময়ে আক্রান্ত আরও ৩১ হাজার ৩৮২ জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৮০৩ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ৬৯৬টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ শতাংশ।

এই সময়ে সুস্থ হয়েছেন আরও ৩২ হাজার ৫৪২ জন। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৮ লাখ ৪৮ হাজার ২৭৩ জন।

আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতে সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি, ওড়িষা ও ছত্তিশগড়।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩২০ জন। ভারতে বর্তমানে করোনা শনাক্ত রোগী আছেন ৩ লাখ ১৬২ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট সূত্রে জানা যায়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৭২ লাখ ২০ হাজার ৬৪২ জনকে টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ৮৪ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ জন মানুষকে টিকা দেওয়া হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যা ১৩৯ কোটির বেশি। সেখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে ৪ লাখ ৯১৩টি নমুনা পরীক্ষা করা হয়। আর বাংলাদেশে জনসংখ্যা ১৬ কোটি ৬৭ লাখের বেশি। এখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে ৫৭ হাজার ৩০০টি নমুনা পরীক্ষা করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

6h ago