হেলিকপ্টার বিধ্বস্তে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত নিহত

তামিলনাড়ুতে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ১৪ জনকে বহনকারী সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত নিহত হয়েছেন। 
জেনারেল বিপিন রাওয়াত। ছবি: সংগৃহীত

তামিলনাড়ুতে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ১৪ জনকে বহনকারী সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত নিহত হয়েছেন। 

সংশ্লিষ্ট সূত্র দ্য ডেইলি স্টারের নয়াদিল্লি সংবাদদাতাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, হেলিকপ্টারে থাকা ১৩ জন নিহত হয়েছেন। গুরুতর দগ্ধ একজন চিকিৎসাধীন। জেনারেল রাওয়াতের স্ত্রীও নিহত হয়েছেন।

এর আগে, বিমান বাহিনী টুইট করেছিল, 'প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াতকে নিয়ে একটি আইএএফ এমআই-১৭ ভি৫ হেলিকপ্টার তামিলনাড়ুর কুন্নুরের কাছে দুর্ঘটনার সম্মুখীন হয়। তবে, দুর্ঘটনার কারণ জানা যায়নি। বিষয়টি জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।'

জানা গেছে, জেনারেল রাওয়াত আজ দিল্লি থেকে হেলিকপ্টারে কোয়েম্বাটুরের সুলুরে যাচ্ছিলেন। রাশিয়ার তৈরি এমআই-১৭ ভি৫ হেলিকপ্টারটি নীলগিরি পাহাড়ের ওয়েলিংটনের জন্য সুলুরের বিমান বাহিনীর ঘাঁটি থেকে উড়ে যাওয়ার পরপরই এই দুর্ঘটনা ঘটে। দুপুর ১২.২০ নাগাদ প্রথম দুর্ঘটনার খবর পাওয়া যায়।

৬৩ বছর বয়সী জেনারেল রাওয়াত ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী- এই তিনটি পরিষেবাকে একীভূত করতে এই পদ তৈরি করা হয়েছিল।

Comments

The Daily Star  | English
du admission test result

Results of DU admission tests of all units published

There was a pass rate of 8.89 percent in A unit [Science] , 10.07 percent in B unit, 13.3 percent in C unit (Business), and 11.75 percent in Cha Unit (Fine Arts)

42m ago