নিরলস সাহিত্য সাধনায় পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার পেলেন মমতা

সাহিত্যে বিশেষ খেতাব জিতেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ফাইল ছবি: রয়টার্স

সাহিত্যে বিশেষ খেতাব জিতেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে থাকা বাংলা একাডেমি প্রথমবারের মতো তাকে 'নিরলস সাহিত্য সাধনার' জন্য এই খেতাব দেয়।

এ বছর চালু হওয়া এই খেতাবের বিজেতা হিসেবে মমতার নাম ঘোষণা করেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 'কবিতা বিতান' বইয়ের জন্য মমতা এ পুরস্কার জেতেন।

কলকাতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপনের জন্য রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

যদিও মমতা অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন, তবুও তিনি নিজ হাতে পুরস্কার গ্রহণ করেননি। তার পক্ষে ব্রাত্য বসু পুরস্কার গ্রহণ করেন।

ব্রাত্য বসু জানান, পশ্চিম বাংলার কয়েকজন 'সেরা' লেখকের সমন্বয়ে গঠিত একটি প্যানেল এই খেতাবের জন্য মমতা ব্যানার্জির বইটির মনোনয়ন দেয়।

তিনি আরও জানান, এই খেতাব শুধু তাদেরকেই দেওয়া হবে, যারা অন্যান্য খাতে নিরলসভাবে কাজ করতে থাকলেও সাহিত্যে বিশেষ অবদান রাখতে সমর্থ হয়েছেন।

২০২০ সালের কলকাতা বই মেলায় কবিতা বিতান বইটি প্রকাশিত হয়। এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ৯৪৬টি কবিতা স্থান পেয়েছে।

 

Comments