ভারত

দিল্লি প্রেসক্লাবে স্থাপিত হচ্ছে ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিল্লির প্রেসক্লাব ভবনে একটি মিডিয়া সেন্টার স্থাপন করবে ভারত।
প্রেসক্লাব অব ইন্ডিয়া। ছবি: সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিল্লির প্রেসক্লাব ভবনে একটি মিডিয়া সেন্টার স্থাপন করবে ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের পররাষ্ট্র বিষয়ক সম্পাদক গীতা মোহন আজ শুক্রবার এক টুইটবার্তায় এ তথ্য জানান।

তিনি জানান, দিল্লির রাইসিনা রোডে অবস্থিত প্রেসক্লাব অব ইন্ডিয়ায় 'বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার' স্থাপন করা হবে। বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ আগামী ৬ সেপ্টেম্বর এটি উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

মিডিয়া সেন্টারটিতে ডিজিটাল সুবিধা ও একটি প্রদর্শনী হল থাকবে। প্রেসক্লাব ভবনের প্রথম তলায় এটি স্থাপন করা হবে।

বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বর ভারত সফরে যাচ্ছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

1h ago