দিল্লির পর এবার পাঞ্জাবেও ফ্রি বিদ্যুৎ

দিল্লির ঘটনার পুনরাবৃত্তি ঘটলো পাঞ্জাবেও। গত মার্চে পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে জয়ী হয় আম আদমি পার্টি (এএপি)। সরকার গঠনের এক মাসের মধ্যে সেখানে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ছবি: টুইটার থেকে নেওয়া

দিল্লির ঘটনার পুনরাবৃত্তি ঘটলো পাঞ্জাবেও। গত মার্চে পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে জয়ী হয় আম আদমি পার্টি (এএপি)। সরকার গঠনের এক মাসের মধ্যে সেখানে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

গতকাল শনিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানায়।

মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ভিডিও বার্তায় বলেছেন, কৃষিকাজের জন্য কৃষকদের বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা চলমান থাকবে। পাশাপাশি, বাণিজ্যিক ও শিল্পখাতে বিদ্যুৎ বিল বাড়ানো হবে না।

তিনি বলেন, 'আগামী ১ জুলাই থেকে পাঞ্জাবের প্রতিটি বাড়িতে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। ২ মাসে ৬০০ ইউনিট। নিম্নবর্ণ, পশ্চাৎপদ জনগোষ্ঠী ও দারিদ্রসীমার নিচে থাকা পরিবার ও স্বাধীনতাযুদ্ধের সৈনিকরা যারা ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাচ্ছেন তারা এখন ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাবেন।'

'যদি তারা ২ মাসে ৬০০ ইউনিটের বেশি ব্যবহার করেন তাহলে শুধুমাত্র অতিরিক্ত বিদ্যুতের বিল দিতে হবে,' যোগ করেন তিনি।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আরও বলেন, 'আমাদের সরকার আগামী ২-৩ বছরের মধ্যে রাজ্যবাসীকে সবচেয়ে কম দামে বিদ্যুৎ সরবরাহ করবে।'

এএপি গত নির্বাচনী প্রচারণায় প্রতিটি বাড়িতে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার গঠনের এক মাসের মধ্যে তারা তা কার্যকরের ঘোষণা দিলো।

এএপি'র এমন ঘোষণার সমালোচনা করে পাঞ্জাব কংগ্রেসের সভাপতি অমরিন্দর সিং রাজা বলেছেন, 'পাঞ্জাব স্টেট পাওয়ার করপোরেশন লিমিটেডকে যে কোনোভাবে টিকে থাকার সংগ্রাম করতে হবে।'

দিল্লির মুখ্যমন্ত্রী ও এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, পাঞ্জাবে সরকার গঠনের এক মাসের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করা হলো।

তিনি আরও বলেন, 'নির্বাচনের আগে যখন আমরা বিনা পয়সায় বিদ্যুৎ দেওয়ার কথা বলেছিলাম তখন সবাই বলেছিলেন কেজরিওয়াল মিথ্যা বলছে, ভগবন্ত মান মিথ্যা বলছে। কিন্তু, দেখুন আমরা তা করেছি। আমরা যা বলি তা করি। এক মাসের মধ্যে আমাদের দেওয়া প্রথম প্রতিশ্রুতি পূর্ণ করেছি। আপনাদের আশ্বস্ত করছি, আমাদের সব প্রতিশ্রুতি আমরা পূরণ করবো।'

তিনি আরও বলেন, 'আগের দলগুলো পাঞ্জাব লুট করেছে। সরকারের কোষাগার খালি করে ফেলেছে। আমি বলতে চাই—উদ্দেশ্য ভালো থাকলে সব সম্ভব। এক মাসের মধ্যে আমরা অর্থ সঞ্চয় করে এমন ঘোষণা দিয়েছি। আমরা দুর্নীতিবাজ নই।'

কেজরিওয়াল জানান, পাঞ্জাবে সরকার গঠনের পর বড় বড় দুর্নীতিবাজরা তাদের ঘুষ দিতে চেয়েছিলেন। এর জবাবে বলা হয়েছিল—সৎভাবে কাজ না করলে জেলে যেতে হবে।

'বিরোধীরা কখনোই এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার পরিবর্তন চায়নি' উল্লেখ করে তিনি আরও বলেন, 'কিন্তু, এএপি এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা পুরোপুরি বদলে দিতে কাজ করছে।'

Comments

The Daily Star  | English

Create right conditions for Rohingya repatriation: G7

Foreign ministers from the Group of Seven (G7) countries have stressed the need to create conditions for the voluntary, safe, dignified, and sustainable return of all Rohingya refugees and displaced persons to Myanmar

6h ago