জম্মু কাশ্মীর সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি গ্রেপ্তার

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় বিরোধপূর্ণ সীমান্ত এলাকা থেকে আজ এক বাংলাদেশিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে বিএসএফ।
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় বিরোধপূর্ণ সীমান্ত এলাকা থেকে আজ এক বাংলাদেশিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে বিএসএফ।

ভারতের সীমান্তরক্ষী বাহিনী জানায়, পাকিস্তান সীমান্তের কাছে বছর পঞ্চাশের ওই ব্যক্তি ঘোরাফেরা করছিলেন। তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় মঙ্গু চক এলাকায় বিএসএফ সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জেনেছে, গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ সিরাজ। তার বাড়ি বাংলাদেশের বরিশালে।

আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও বিএসএফ জানায়।

Comments

The Daily Star  | English
Bangladeshi ship hijacked by Somalian pirates

MV Abdullah: Pirates bring in food as stock start to deplete

As food stock in the hijacked Bangladeshi ship MV Abdullah was depleting, pirates recently started bringing in food.

14h ago