গুজরাটে করোনাবিধি ভেঙে বিজেপি নেতা আয়োজিত বিয়ের অনুষ্ঠানে ডিজে পার্টি

ভারতে করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে গুজরাট সরকার কিছু বিধিনিষেধ আরোপ করেছে। তবে, সেই বিধিনিষেধ ভেঙে তাপি জেলার এক বিজেপি নেতা আয়োজিত বিয়ের অনুষ্ঠানে হাজার হাজার মানুষ সমাবেত হয়ে ডিজে পার্টি করেছেন বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।
ভাইরাল ভিডিওতে হাজার হাজার মানুষকে ডিজে মিউজিকে নাচতে দেখা গেছে। ছবি: ইন্ডিয়া টুডের সৌজন্যে

ভারতে করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে গুজরাট সরকার কিছু বিধিনিষেধ আরোপ করেছে। তবে, সেই বিধিনিষেধ ভেঙে তাপি জেলার এক বিজেপি নেতা আয়োজিত বিয়ের অনুষ্ঠানে হাজার হাজার মানুষ সমাবেত হয়ে ডিজে পার্টি করেছেন বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠানের যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তাতে হাজার হাজার মানুষকে ডিজে মিউজিকে নাচতে দেখা গেছে।

গুজরাট সরকার কর্তৃক জারি করা কোভিড নির্দেশনা অনুযায়ী, ১৫০ জনের বেশি মানুষ কোনো বিয়েতে যোগ দিতে পারবেন না। তবে, স্থানীয় বিজেপি নেতা এবং দোলভান ব্লকের উপসভাপতির পরিবারের আয়োজিত বিয়েতে সেই নিয়ম মানতে দেখা যায়নি বলে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে।

পুলিশ ঘটনাটি খতিয়ে দেখেছে এবং তদন্ত শুরু করেছে। গুজরাট বর্তমানে করোনার তৃতীয় ঢেউ চলছে।

Comments

The Daily Star  | English

NBR suspends Abdul Monem Group's import, export

It also instructs banks to freeze the Group's bank accounts

45m ago