কৃষক বিদ্রোহ: সংসদের সামনে ট্র্যাক্টর সমাবেশ স্থগিত

আগামী ২৯ নভেম্বর ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশন কেন্দ্র করে ট্রাক্টর সমাবেশের পরিকল্পনা স্থগিত করেছে বিতর্কিত ৩ কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষক ইউনিয়নগুলো।
বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের বিদ্রোহ। রয়টার্স ফাইল ছবি

আগামী ২৯ নভেম্বর ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশন কেন্দ্র করে ট্রাক্টর সমাবেশের পরিকল্পনা স্থগিত করেছে বিতর্কিত ৩ কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষক ইউনিয়নগুলো।

শনিবার রাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তারা বলেছে, প্রথমে ৩টি কৃষি আইন বাতিলের প্রতিশ্রুতি পালনের জন্য অপেক্ষা করবে।

২৭ নভেম্বর সিঙ্ঘু সীমন্তের আন্দোলনস্থলে নেতাদের এক বৈঠকের পর সংযুক্ত কিষাণ মোর্চা সরকারকে সংলাপ প্রক্রিয়া পুনরায় শুরু করার আহ্বান জানান। তারা অন্যান্য দাবি পূরণের লিখিত আশ্বাসের দাবি জানান। এর মধ্যে একটি হলো কৃষক তাদের ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য পাবেন তার নিশ্চয়ত। সংযুক্ত কিষাণ মোর্চা তাদের পরবর্তী উদ্যোগ ঠিক করতে ৪ ডিসেম্বর আবার বৈঠক করবে।

তবে, ভারতের কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং টোমার জোর দিয়ে বলেছেন,কেন্দ্র ইতোমধ্যে তার এখতিয়ারের মধ্যে থাকা কৃষকদের সব দাবি পূরণ করেছে এবং বিক্ষোভকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি সংবাদ সংস্থা এএনআইকে বলেন, এমএসপি নিয়ে ইউনিয়নগুলোর দাবি গত সপ্তাহে প্রধানমন্ত্রী এ বিষয়ে আলোচনার জন্য ঘোষিত কমিটির মাধ্যমে পূরণ করেছেন, যেখানে কৃষক প্রতিনিধিরাও ছিলেন।

তিনি বলেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং বিক্ষোভে নিহতদের ক্ষতিপূরণের মতো অন্যান্য দাবি রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে আছে।

তিনি আরও বলেন, ৩টি কৃষি আইন বাতিল করার ঘোষণার পর কৃষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার কোনো মানে নেই। আমি কৃষকদের আন্দোলন শেষ করে ঘরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

Comments

The Daily Star  | English

Fire breaks out at shoe factory in Ctg

A fire broke out at a factory that produces shoe accessories on Bayezid Bostami Road in Chattogram city this afternoon

1h ago