সু চির দেখা পাবে না আসিয়ান প্রতিনিধি দল

মিয়ানমারের সামরিক সরকার আসিয়ানের একটি বিশেষ প্রতিনিধি দলকে দেশটিতে প্রবেশ করতে বাঁধা দেয়নি। তবে তাদেরকে অং সান সু চি’র সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হবে না।
Aung San Suu Kyi
অং সান সু চি। ছবি: রয়টার্স ফাইল ফটো

মিয়ানমারের সামরিক সরকার আসিয়ানের একটি বিশেষ প্রতিনিধি দলকে দেশটিতে প্রবেশ করতে বাঁধা দেয়নি। তবে তাদেরকে অং সান সু চি'র সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হবে না।

আজ বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে সামরিক সরকারের মুখপাত্রের বরাতে বলা হয়েছে, বিভিন্ন অপরাধের অভিযোগ থাকায় অং সান সু চি'র সঙ্গে আসিয়ান প্রতিনিধিদের দেখা করার অনুমতি দেওয়া হবে না।

মুখপাত্র জাও মিন তুন জানান, রাজনৈতিক কারণে জাতিসংঘে সামরিক সরকারের মনোনীত প্রতিনিধির অনুমোদনে দীর্ঘ সময় নেওয়া হয়েছে। জাতিসংঘ এবং অন্যান্য দেশ ও সংস্থার উচিৎ 'আন্তর্জাতিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিমুখী নীতি এড়িয়ে চলা'।

তিনি জোর দিয়ে বলেন, মিয়ানমারের বিচার ব্যবস্থা নিরপেক্ষ ও স্বাধীন এবং তারা অং সান সু চি'র মামলাগুলো সেভাবেই পরিচালনা করবে।

তিনি যোগ করেন, প্রধান বিচারপতিকে নিয়োগ দিয়েছিল আগের সরকার।

গত এপ্রিলে সামরিক সরকারের প্রধান মিন অং হ্লাইং অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সঙ্গে পাঁচ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে রাজি হন। সম্প্রতি এই পরিকল্পনা বাস্তবায়নে সামরিক সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে।

গত ১ ফেব্রুয়ারি সেনাবাহীনি ক্ষমতা নেওয়ার পর থেকেই মিয়ানমারে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থবিরতা চলছে। এর প্রতিবাদে আন্দোলনও করছে দেশটির জনগণ। এমনকি সামরিক বাহিনীকে মোকাবিলা করার জন্য বেসামরিক নাগরিকরা মিলিশিয়া বাহিনীও গঠন করেছেন।

আসিয়ানের বিশেষ প্রতিনিধি এরিওয়ান ইউসুফ গত সপ্তাহে জানান, আসিয়ানের পরিকল্পনার বিষয়ে সামরিক সরকারের উদাসীনতা যেন 'উল্টো পথে হাঁটা'।

এরিওয়ান আরও জানান, মিয়ানমারে রাজনৈতিক দিক দিয়ে নিরপেক্ষ এমন বিভিন্ন দলের সঙ্গে শলাপরামর্শ করছেন তিনি এবং তাদের সঙ্গে দেখা করতে চান।

Comments

The Daily Star  | English

Schools to remain shut till April 27 due to heatwave

The government has decided to keep all schools shut from April 21 to 27 due to heatwave sweeping over the country

1h ago