সবাই আমাদেরকে নিয়ে খেলছে: ডেইলি স্টারকে ২ আফগান সাংবাদিক

‘আতঙ্ক আর মানসিক চাপের মধ্য দিন কাটছে আমাদের। রাস্তাঘাট একবারেই ফাঁকা। ভীত, শঙ্কিত হয়ে সবাই ঘরে অবস্থান করছে। কঠিন এক পরিস্থিতি পার করছি আমরা।’
আনিস-উর-রেহমান।

'আতঙ্ক আর মানসিক চাপের মধ্য দিন কাটছে আমাদের। রাস্তাঘাট একবারেই ফাঁকা। ভীত, শঙ্কিত হয়ে সবাই ঘরে অবস্থান করছে। কঠিন এক পরিস্থিতি পার করছি আমরা।'

আজ সোমবার ডিজিটাল মাধ্যমে দ্য ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে এমন পরিস্থিতির বর্ণনা করেছেন আফগানিস্তানের দুই সাংবাদিক।

কাবুলের একটি গণমাধ্যমে কাজ করেন স্থানীয় সাংবাদিক আনিস-উর-রেহমান। প্রতিদিন অফিসের কাজে বাইরে যান তিনি। কিন্তু, আজ পরিস্থিতি বাধ্য করেছে তাকে পরিবারসহ ঘরে অবস্থান করতে। শুধু আনিস নয়, তার মতে সেখানকার সবাই ভয় আর আতঙ্ক নিয়ে বাড়িতে অবস্থান করছে।

আনিস জানান, অনেকেই ঘরের জানালা খোলারও সাহস করতে পারছে না। বন্ধ আছে সব ধরনের প্রতিষ্ঠান, শপিংমল, দোকানপাট, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। সব জায়গায় শুধু তালেবান।

স্থানীয় এই সাংবাদিক বলেন, 'বিশ্ব আমাদের সঙ্গে এক ধরনের গেম খেলছে। কঠিন পরিস্থিতিতে সবাই আমাদের ছেড়ে গেছে। আমাদের সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। সবাই আমাদেরকে নিয়ে খেলছে।'

'এখানে যুদ্ধ নেই ঠিকই। কিন্তু, মানসিকভাবে কেউ সুস্থ নেই। সবাই আমরা বিপদগ্রস্ত অবস্থায় আছি', বলেন তিনি।

আনিস আরও বলেন, 'তালেবানদের সঙ্গে কেউ বাস করতে চায় না। তাদের কোনো পরিকল্পনা নেই, কোনো পদ্ধতি নেই। তারা শুধু তাদের মতাদর্শ প্রতিষ্ঠা করতে চায়। তাদের মতাদর্শ আসলে ইসলাম না।'

ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন কাবুলের আরেক বাসিন্দা। নিরাপত্তার স্বার্থে নিজের নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন ২৮ বছর বয়সী ওই নারী সাংবাদিক।

তিনি বলেন, 'আমরা সাত জন পরিবারের সদস্য বাড়ির মধ্যে বন্দি আছি। কেউ বাইরে যেতে পারছে না। সব জায়গায় তালেবান। বাড়িটা আমাদের কাছে এখন জেলখানা মনে হচ্ছে।'

'আমাদের সব আত্মীয়-স্বজনের অবস্থাই একই। সবাই বাড়িতে বন্দি আছে', তিনি বলেন।

'এখন পর্যন্ত আমাদের পরিবার নিরাপদে আছে। কিন্তু, আমরা সবাই ভয়ের মধ্যে আছি। সবার মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। জানি না আমাদের কী হবে। এখানে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। যেন সাধারণ মানুষকে নিয়ে সবাই খেলছে', যোগ করেন তিনি।

গতকাল রোববার কাবুল দখলে নেন তালেবানরা। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি গতকালই তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন। বর্তমানে তিনি উজবেকিস্তানে অবস্থান করছেন। তালেবানদের ক্ষমতা দখলের পর বিদেশিদের পাশাপাশি দেশটির অনেক নাগরিকই আফগানিস্তান ছেড়ে যাচ্ছেন।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

1h ago