ভবানীপুর আসনে মমতার প্রতিদ্বন্দ্বী প্রিয়াংকা

পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুর আসনে উপনির্বাচন অংশ নিতে মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পদে থাকতে হলে তাকে এই নির্বাচনে অবশ্যই জিততে হবে।
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুর আসনে উপনির্বাচন অংশ নিতে মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পদে থাকতে হলে তাকে এই নির্বাচনে অবশ্যই জিততে হবে।

আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। মমতার বিরুদ্ধে এই আসনে লড়বেন পশ্চিমবঙ্গে বিজেপির যুব শাখার সহসভাপতি প্রিয়াংকা টিবরিওয়াল। তিনি পেশায় এক জন খ্যাতিমান আইনজীবী। অন্যদিকে বামদল সিপিআই(এম) এ আসনে তরুণ আইনজীবী শ্রীজীব বিশ্বাসকে প্রার্থী করেছে এবং মমতার বিরুদ্ধে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।

গত ৫ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় আইন অনুযায়ী, ছয় মাসের মধ্যে রাজ্য বিধানসভার সদস্য হওয়ার জন্য তাকে উপনির্বাচনে জয়ী হতে হবে। তা না হলে মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখতে পারবেন না তিনি।

এ বছর বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মমতা। সেই আসনে তিনি ১ হাজার ৯৫৬ ভোটে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন। মমতাকে উপনির্বাচনে জেতাতে ভবানীপুর আসন থেকে এবারের তৃণমূলের জয়ী শোভনদেব চট্টোপাধ্যায় ওই আসনের বিধায়ক পদ থেকে পদত্যাগ করলে আসনটি শূন্য হয়।

মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার ভবানীপুর নির্বাচনী এলাকার বাসিন্দা। ২০১১ ও ২০১৬ সালে দুবার তিনি এই আসন থেকে জয়ী হন।

ভবানীপুর আসনে উপনির্বাচনের ফলাফল ৩ অক্টোবর ঘোষণা করা হবে।

Comments

The Daily Star  | English

Over 60pc voter turnout in first phase

No major incident of violence reported; Modi expected to win rare third term

1h ago