দক্ষিণ এশিয়া

‘আফগানিস্তানের ব্যাংকিং ব্যবস্থা প্রায় ধসে পড়েছে’

আফগানিস্তানের ব্যাংকিং ব্যবস্থা প্রায় ধসে পড়েছে বলে জানিয়েছেন দেশটির অন্যতম বৃহৎ এক ব্যাংকের প্রধান।
ছবি: রয়টার্স ফাইল ফটো

আফগানিস্তানের ব্যাংকিং ব্যবস্থা প্রায় ধসে পড়েছে বলে জানিয়েছেন দেশটির অন্যতম বৃহৎ এক ব্যাংকের প্রধান।

আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

ইসলামিক ব্যাংক অব আফগানিস্তানের প্রধান নির্বাহী সৈয়দ মুসা কালিম আল-ফালাহী সংবাদমাধ্যমটিকে বলেছেন, 'গ্রাহকরা আতঙ্কিত হওয়ায় দেশের আর্থিক খাত অস্তিত্বের সংকটে পড়েছে।'

কাবুলে বিশৃঙ্খলার কারণে বর্তমানে দুবাইয়ে অবস্থান করা এই কর্মকর্তা জানান, এ মুহূর্তে ব্যাংক থেকে প্রচুর পরিমাণ অর্থ তুলে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, 'বর্তমানে ব্যাংক থেকে শুধু অর্থ তোলা হচ্ছে। অধিকাংশ ব্যাংকের কাজ বন্ধ আছে এবং সেগুলো পরিপূর্ণ সেবা দিচ্ছে না।'

প্রতিবেদনে বলা হয়েছে, গত মধ্য আগস্টে তালেবানের ক্ষমতা দখলের আগের পরিস্থিতির চেয়ে বর্তমানে দেশটির অর্থনীতি বেশ নড়বড়ে।

বিশ্বব্যাংকের তথ্য মতে, দেশটি মূলত বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীল এবং এর জিডিপির ৪০ শতাংশই আসে বৈদেশিক সাহায্য থেকে।

কিন্তু, তালেবান ক্ষমতা দখলের পর পশ্চিমের দেশগুলো এই সাহায্য বন্ধ করে দিয়েছে। ফলে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো সাহায্য আফগানিস্তানে যাচ্ছে না।

এ কারণে তালেবান অন্যান্য উৎস থেকে অর্থ সহায়তা পাওয়ার চেষ্টা করছে বলেও জানিয়েছেন সৈয়দ মুসা কালিম আল-ফালাহী।

তিনি বলেন, 'চীন ও রাশিয়াসহ অন্য কয়েকটি দেশের দিকে তালেবান তাকিয়ে আছে। এতে মনে হচ্ছে, তারা আলোচনার মাধ্যমে শিগগির এ সংকট কাটিয়ে উঠতে পারবে।'

চীন ইতোমধ্যেই আফগানিস্তান পুনর্গঠনে সাহায্য ও তালেবানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

Comments