আফগানিস্তানকে সহায়তা ও ভ্রমণ-বাণিজ্য নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা পাকিস্তানের

আফগানিস্তানকে তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে ২৮ মিলিয়ন ডলারের বেশি অর্থ প্রদান এবং দেশটির সঙ্গে ভ্রমণ ও বাণিজ্য নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে পাকিস্তান।
ইসলামাবাদে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। ছবি: রয়টার্স

আফগানিস্তানকে তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে ২৮ মিলিয়ন ডলারের বেশি অর্থ প্রদান এবং দেশটির সঙ্গে ভ্রমণ ও বাণিজ্য নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে পাকিস্তান।

আলজাজিরা জানায়, আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর গতকাল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির একদিনের কাবুল সফর শেষে এ ঘোষণা দেওয়া হয়।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে কুরেশি বলেন, 'অন্তর্বর্তীকালীন আফগান প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দসহ আফগান অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনা ইতিবাচক হয়েছে।'

'পাকিস্তানের জনগণ এই কঠিন সময়ে আফগান জনগণের পাশে দাঁড়িয়েছে। আমরা বিষয়টিকে কখনোই অগ্রাহ্য করিনি এবং বিষয়টি আমাদের ভাবনায় রয়ে গেছে', বলেন তিনি।

সাম্প্রতিক সপ্তাহে দুটি প্রধান স্থলপথের মধ্য দিয়ে পণ্য ও ভ্রমণকারীদের চলাচলের ওপর পাকিস্তান আরোপিত নিষেধাজ্ঞা ছিল উত্তেজনার মূল বিষয়।

কাবুল সফরের পর কুরেশি উল্লেখযোগ্য নীতি পরিবর্তনের ঘোষণা দেন।

তিনি বলেন, 'বৈধ ভিসা নিয়ে পাকিস্তানে আসা আফগান দর্শনার্থীরা এখন অবাধে সীমান্ত অতিক্রম করতে পারবেন, ভিসা আবেদনের প্রক্রিয়াকে সুসংহত করার জন্য ই-ভিসা সুবিধা চালু করা হয়েছে।'

এ ছাড়াও, ৩১ ডিসেম্বর পর্যন্ত ভিসা ফিও মওকুফ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Pollution claims 2.72 lakh lives in one year

Alarming levels of air pollution, unsafe water, poor sanitation, and exposure to lead caused over 2.72 lakh premature deaths in Bangladesh in 2019.

7h ago