৬ মাসের দীর্ঘতম মিশন শেষে পৃথিবীতে ফিরলেন ৩ চীনা নভোচারী

মহাকাশে ৬ মাস থাকার পর পৃথিবীতে ফিরে এসেছেন ৩ চীনা নভোচারী। এটি চীনের উচ্চাকাঙ্ক্ষী মহাকাশ কর্মসূচির দীর্ঘতম মিশন।
তিন নভোচারী ঝাই ঝিগাং, ইয়ে গুয়াংফু ও ওয়াং ইয়াপিং। ছবি: সিনহুয়া ফাইল ফটো।

মহাকাশে ৬ মাস থাকার পর পৃথিবীতে ফিরে এসেছেন ৩ চীনা নভোচারী। এটি চীনের উচ্চাকাঙ্ক্ষী মহাকাশ কর্মসূচির দীর্ঘতম মিশন।

আজ শনিবার সেনজাও-১৩ নামের মহাকাশযানটি চীনের মঙ্গোলিয়ার উত্তরাঞ্চলের গোবি মরুভূমিতে অবতরণ করেন। চীনের রাষ্ট্রীয় টিভিতে এটি সরাসরি দেখানো হয়েছে।

৩ নভোচারী ফিরে আসার দৃশ্য চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়। ছবি: সিনহুয়া

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নভোচারীদের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী। তারা হলেন ঝাই ঝিগাং, ইয়ে গুয়াংফু ও ওয়াং ইয়াপিং। মহাকাশচারী ওয়াং ইয়াপিং চীনের প্রথম নারী নভোচারী যিনি মহাকাশ হেঁটেছেন। এর আগে ওয়াং ও তাঁর সহকর্মী ঝাই ৬ ঘণ্টার প্রচেষ্টায় মহাকাশ স্টেশনের সরঞ্জাম স্থাপন করেন। তারা ২ বার মহাকাশে হেঁটে কিছু পরীক্ষা চালান।

চীন ২০০৩ সালে মহাকাশে প্রথম নভোচারী পাঠায়। ২০১৩ সালে চাঁদে এবং গত বছর মঙ্গলে রোবট রোভার অবতরণ করে। চাঁদে একটি সম্ভাব্য ক্রু মিশন নিয়ে আলোচনা করেছেন কর্মকর্তারা।

শনিবার, রাষ্ট্রীয় টিভি ক্যাপসুলের ভেতর থেকে এই চিত্রগুলো দেখানো হয়। কারণ এটি বায়ুমণ্ডলে প্রবেশের আগে আফ্রিকার উপর দিয়ে প্রতি সেকেন্ডে ২০০ মিটার বেগে ভ্রমণ করছিল।

এই ৩ জন তিয়ানগংয়ে ছিলেন। যার অর্থ স্বর্গীয় স্থান। এর মূল মডিউল তিয়ানহে ২০২১ সালের এপ্রিলে চালু করা হয়েছিল।

Comments